• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:২০:২৪ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

৭৭৮২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে একনেক

১০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০১:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ মোট ৭ হাজার ৭৮২ কোটি ৯০ লাখ টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Ad

১০ নভেম্বর সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় উন্নয়ন প্রকল্পগুলো উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

Ad
Ad

সভায় মোট ৭ হাজার ৭৮২ কোটি ৯০ লাখ টাকার ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের কথা রয়েছে, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন” শিরোনামের এ প্রকল্পের আওতায় আধুনিক গবেষণাগার, শ্রেণিকক্ষ ও শিক্ষণ সুবিধা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান অনুযায়ী দক্ষ কৃষিবিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৭.২৯ কোটি টাকা। যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে হবে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে, যাতে গবেষণাগার, শ্রেণিকক্ষ ও অডিটোরিয়াম থাকবে। পাশাপাশি একটি বিদ্যমান অনুষদ ভবন উল্লম্ব সম্প্রসারণের মাধ্যমে উন্নত করা হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সও নির্মাণ করা হবে।

এছাড়া উন্নতমানের গবেষণা যন্ত্রপাতি, শ্রেণিকক্ষের আসবাবপত্র ও যানবাহন ক্রয় করা হবে, যাতে মাঠভিত্তিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার হয়।

প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাস্তবায়ন করবে। সময়কাল অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি কৃষি শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং টেকসই, উদ্ভাবননির্ভর কৃষি উন্নয়নের সরকারের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।

পরিকল্পনা কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “কৃষি উৎপাদন টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে কৃষিবিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার ভিত্তি শক্ত করতে হবে। এই প্রকল্প সেই লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এ প্রকল্প সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর কৃষি খাত গড়ে তোলার প্রচেষ্টা জোরদার হবে, যা ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত অবকাঠামো শিক্ষার্থী ও গবেষকদের আধুনিক গবেষণা সুবিধা প্রদান করবে এবং একাডেমিক জ্ঞান ও মাঠ পর্যায়ের প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

শেলটেক কনসালট্যান্টস (প্রা.) লিমিটেড পরিচালিত একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে, প্রকল্পটির অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার (আইআরআর) ১৪.১১ শতাংশ এবং ব্যয়-লাভ অনুপাত (বিসিআর) ১ দশমিক ৯৯, যা প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে লাভজনক হিসেবে প্রমাণ করে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এ প্রকল্পটি একনেকের আগামীকালকের সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা ১৩টি উন্নয়ন প্রস্তাবের একটি, যার মোট ব্যয় ৭ হাজার ৭৮২ কোটি ৯০ লাখ টাকা। সবগুলো প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে; কোনো বৈদেশিক ঋণ বা বেসরকারি বিনিয়োগ নেই।

সরকারি নথি অনুযায়ী, এসব প্রকল্পের মধ্যে ৯টি নতুন, ২টি সংশোধিত এবং ২টির সময়সীমা বাড়ানো হলেও অতিরিক্ত ব্যয় ধরা হয়নি।

প্রকল্পগুলো শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করছে—যা দেশের ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।

উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

মানিকগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং সাতক্ষীরা জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়),

হাওর এলাকার ক্ষুদ্র সেচ ব্যবস্থা উন্নয়ন (৩য় সংশোধিত) (কৃষি মন্ত্রণালয়),

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প,

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে প্রকৌশল কলেজ স্থাপন (২য় সংশোধিত),

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় ধাপ, ১ম সংশোধিত) (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়),

পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তর শক্তিশালীকরণ সম্পর্কিত তিনটি স্বাস্থ্য প্রকল্প,

নির্জর আবাসিক এলাকায় কর্মকর্তা শ্রেণির বি-টাইপ আবাসন নির্মাণ (প্রতিরক্ষা মন্ত্রণালয়),

নারায়েল–কালিয়া মহাসড়কে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত) (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়),

ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ (সময় বৃদ্ধি) (আইন মন্ত্রণালয়),

বিসিক শিল্পপার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত) (শিল্প মন্ত্রণালয়)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০১:৩৩










Follow Us