- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:২৫:২৪ (28-Dec-2025)
- - ৩৩° সে:
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে প্রতিষ্ঠিত জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে জেলাব্যাপী বিদ্যালয়গুলোতে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

পাঠাভ্যাস তৈরি ও আত্মজাগরণে ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নত জীবন নামক মননশীল বই বিনামূল্যে বিতরণ করা হয়।
জলসিঁড়ি পাঠাগার, সময় প্রকাশন ও আগামী নেত্রকোণা চ্যাপ্টারের সমন্বয়ে বইগুলো বিতরণ করা হয়। এ সময় স্কুলটির প্রধান শিক্ষিকা রীনা নাসরিন, নগুয়া ভাউরতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আজিজুর রহমান খান, শিক্ষক ও ক্রীড়া সংগঠক শহীদুল্লাহ শামীম, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা শহিদুর রহমান, সহকারী শিক্ষক রুকনুজ্জামান সুমন, মোফাজ্জল হোসেন ও জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার শিক্ষার্থীদের সত্যানুবর্তী এবং সত্যের পেছনের সত্য জানতে আহবান জানান।


জানা যায়, নেত্রকোণা সদর ও দুর্গাপুর উপজেলায় দশটি স্কুলে ডা. লুৎফর রহমানের লেখা উন্নত জীবন নামক পাঁচশত বই বিতরণ করা হবে। তারপর পাঠ প্রতিক্রিয়া মূল্যায়ন করে সেরা ২০ জন পাঠককে পুরস্কৃত করা হবে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available