• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ দুপুর ০১:০৮:৩৫ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে কাজ করবে জামায়াত: শফিকুর রহমান

২৭ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৫:৪২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে কাজ করবে তার দল। তিনি বলেন, সব ধর্ম ও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ কথা বলেন তিনি।

Ad
Ad

জামায়াতের আমির বলেন, আজকের বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেককে জীবন দিতে হয়েছে। আমরা তাদের কাছে ঋণী। দুঃখের বিষয় বিগত সময়ে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো হাত বিদায় নিয়েছে। কালো ছায়া এখনও আছে। তার বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা রাখতে হবে। আগামী দিনের দায়িত্ব ছাত্রসমাজকে নিতে হবে।

তিনি বলেন, ছাত্রশিবিরের কাছ থেকে মানুষ হতাশ হলে মানুষের যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা শিক্ষকদের লাঞ্ছিত হতে দেখতে চাই না। আগামী দিনে ইনসাফের বিজয় হবে। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। শিক্ষাব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
আরও ১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:২৯









Follow Us