স্পোর্টস ডেস্ক: বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য বেশ উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটে। নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ক্রিকেটাররা। ফলে চলমান বিপিএলের ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

জানা গেছে, ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিপিএলের ম্যাচ থাকলেও এখন পর্যন্ত হোটেল থেকে বের হননি ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় রয়েছেন তারা।


মূলত বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এবং ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে নাজমুল ইসলামের মন্তব্যের পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর পক্ষ থেকে জানানো হয়, পরিচালকের এমন মন্তব্য ‘অদায়িত্বশীল’। তাই তারা এই পরিচালকের পদত্যাগ চান, আর তা না হলে খেলায় ফিরবেন না তারা।
এর আগে নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে ১৪ জানুয়ারি বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘কোনো মন্তব্য যদি অনুপযুক্ত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হয়, সে জন্য বোর্ড দুঃখ প্রকাশ করছে। এমন বক্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। একই সঙ্গে এসব মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রত্যাশিত আচরণবিধির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্ধারিত মুখপাত্র কিংবা মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের মন্তব্যের দায় বিসিবি নেয় না। অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচিত হবে।’
ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও স্পষ্ট করেছে বোর্ড। একই সঙ্গে বিসিবি অতীত ও বর্তমান সব ক্রিকেটারের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান পুনর্ব্যক্ত করেছে। বোর্ড বলেছে, ক্রিকেটারদের অবদান, মর্যাদা ও কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available