• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৩৭:৪৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধরলার চরে ভুট্টা খেত থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:১৪:৪৯

সংবাদ ছবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলাচরের পশ্চিম ধনীরাম সরকার পাড়া গ্রামের ভুট্টা খেত থেকে গলাকাটা ও মুখ মণ্ডল ক্ষতবিক্ষত অবস্থায় এক অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ২ ফেব্রুয়ারি শুক্রবার কয়েকজন নারী গরুর ঘাস কাটার জন্য চরের ওই ভুট্টা খেতে গেলে মৃত দেহ দেখতে পান। তারা ভয়ে বিষয়টি কারো প্রকাশ করেননি। তবে পরের দিন ৩ ফেব্রুয়ারি শনিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ সময় ঘটনাস্থলে নাগেশ্বরী ফুলবাড়ী থানার সার্কেল সুমন রেজা ও সিআইডির একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে চলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭