• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৮:৫৬ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় নিহত দুই

২৯ মে ২০২৪ সকাল ০৯:০৭:১৩

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় আব্দুল কাদের (৪০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত ও অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ।

২৮ মে মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটায় ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকার সার্ভিস লেনে পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে যাত্রী আব্দুল কাদের ও চালক রমজান (৪৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদের মুন্সিগঞ্জের শ্রীনগর হোগলাগাও গ্রামের আব্দুল হাকিম এর ছেলে। দুই সন্তানের জনক আব্দুল কাদের পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী।

নিহতের বন্ধু আলী আজগর জানান, আব্দুল কাদের এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য শ্রীনগরের ছনবাড়ী থেকে রাজধানীর জুরাইন যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ভাড়া করে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর যাওয়ার পর পিকআপের সাথে সংঘর্ষ হয়। পরে তিনি হাসপাতালে মারা যান।

এছাড়া একই দিন বিকেলে ৫টার সময় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের কালিগঞ্জ সংযোগ সড়কের ঝিলমিল আবাসিক প্রকল্পের ফিডার রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ সময় মৃতের গিয়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও ঘাতক চালক থানায় আটক আছে। এছাড়া ঝিলমিল এলাকা থেকে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিটি ভবঘুরে ছিল, স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩