নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক বড় ধরনের বিনিয়োগের সুযোগ পেল। মেয়াদি সুকুক মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার সংগ্রহ করবে ১০ হাজার কোটি টাকা। যার মুনাফার হার ৯ দশমিক ৭৫ শতাংশ।

১১ জানুয়ারি রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১ নামে এ সুকুকের মেয়াদ হবে ১০ বছর। এটি নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ। ব্যাংকটি এ বিনিয়োগ থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে।
এর আগে ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরিয়াহ এডভাইজরি কমিটি গত ৭ ও ৮ জানুয়ারি দুটি সভা করে। সভায় ইজারা পদ্ধতিতে এ সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের বেশকিছু নির্দিষ্ট ট্রেন সেবা এ সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়। সুকুকটি প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ইস্যু করা হবে। আগামী ১৪ জানুয়ারি সরকার ব্যাংকটির কাছ থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available