নিজস্ব প্রতিবেদক: সারাদিনের অনিশ্চয়তা, প্রেস কনফারেন্স, মিটিং-সিটিং ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বৃহস্পতিবার রাত ৯টার আগেই কোয়াবের এক প্রেস বিবৃতিতে জানানো হয়—বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে ক্রিকেটাররা শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত।

এই ঘোষণার পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাত ১০টার পর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সিনিয়ররা উপস্থিত ছিলেন। বোর্ডের পক্ষ থেকে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুন আবেদীন ফাহিম, ইফতেখার আহমেদ, ইফতেখার রহমান মিঠু, শানিয়ান তানিমসহ কয়েকজন কর্মকর্তা।


বৈঠক শেষে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন, আগামীকাল থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরছেন। শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে বিপিএল। ১৫ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলো আগামীকাল (১৬ জানুয়ারি শুক্রবার) অনুষ্ঠিত হবে। ফলে সূচিতে এক দিনের পরিবর্তন আসছে।
এর মধ্য দিয়ে তামিম ইকবালকে নিয়ে অসম্মানজনক মন্তব্যে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে গত ৭২ ঘণ্টার আন্দোলনের আপাতত ইতি ঘটল। বিসিবি সভাপতি ও বোর্ড কর্তাদের সঙ্গে কোয়াব নেতৃবৃন্দের সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমেই এই সমাধান এসেছে।
বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে সুসংবাদ। অনিশ্চয়তায় পড়া বিপিএল আবার মাঠে গড়াতে যাচ্ছে এবং ক্রিকেটাররাও বৃহত্তর স্বার্থে তাদের অবস্থান থেকে সরে এসেছেন। বিসিবিও নমনীয়তা দেখিয়েছে।
তবে সচেতন মহলের অভিমত, বিসিবি প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে যে বৈঠকে সমঝোতা হয়েছে, তা আরও আগেই করা যেত। তাহলে এতটা অচলাবস্থা ও জটিল পরিস্থিতির সৃষ্টি হতো না।
সবকিছুর পরও আশার কথা, বিপিএল শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে এবং খেলোয়াড়রা দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available