- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৪৫:০৫ (28-Dec-2025)
- - ৩৩° সে:
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

৯ নভেম্বর শনিবার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের তার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিন লিটনের বিরুদ্ধে ভোলা ও দৌলতখনা থানায় মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলা রয়েছে। সে উপজেলার উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্ন সময় হামলা ও মারধর করতেন। এমনকি তার নেতৃত্বে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফেজ ইব্রাহীমের গারিবহরে হামলার অভিযোগও উঠেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘দৌলতখান উত্তর জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন লিটনের বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।’
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available