• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:০৯:৫৭ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে

২৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৯:২৫

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ একদিনের রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি: বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

Ad

২৭ নভেম্বর বুধবার বেলা ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেজবাউল হক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Ad
Ad

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করলে শুনানি শেষে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

এ সময় আদালত থেকে কারাগারে নেওয়ার নেয়ার সময় আদালত প্রাঙ্গণে জনতা ভুয়া ও চোর বলে স্লোগান দিতে থাকেন। গত ২৪ নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us