• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৩:০৬:৩১ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

৩০ মে ২০২৫ দুপুর ০২:৫৬:৪৪

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩০) যুবকের মৃত্যু হয়েছে।

Ad

২৯ মে বৃহস্পতিবার রাতে নাসিক ১নং ওয়ার্ডস্থ আলামিন নগর ক্যানেলপাড় চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সাইফুল লক্ষ্মীপুর সদরের টুমচর এলাকার মো. শাহাবুদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাইফুল গতকাল বিকেলে আলী আকবর নামে এক ব্যক্তির বাড়িতে টাইলসের কাজ করার সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে তার সহকর্মী এবং স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হলে আমরা বলে দেই মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হবে।  ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩


Follow Us