• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:০২:০৯ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

বিজয় বইমেলায় রওনক জাহানের নতুন বই ‘নজরবন্দী রাত’

২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০২:০২

বিজয় বইমেলায় রওনক জাহানের নতুন বই ‘নজরবন্দী রাত’

নিজস্ব প্রতিবেদক: বিজয় বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে জাপানপ্রবাসী চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের নতুন বই ‘নজরবন্দী রাত’। বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশনা। উল্লেখযোগ্য বিষয় হলো, বইটির প্রচ্ছদ এঁকেছেন স্বয়ং লেখক। প্রকাশের পর থেকেই ‘নজরবন্দী রাত’ পাঠক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিষয়বস্তু, ভাষা ও শিল্পীসত্তার সমন্বয়ে বইটি ইতোমধ্যে পাঠকদের প্রশংসা কুড়িয়েছে এবং বইমেলায় আলাদাভাবে নজর কেড়েছে।

Ad

নতুন বই প্রকাশ প্রসঙ্গে রওনক জাহান বলেন, নতুন বই প্রকাশের পর থেকে পাঠকদের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পাচ্ছি। একজন লেখকের জন্য এটি সত্যিই অনেক বড় প্রাপ্তি। পাঠকদের ভালোবাসায় আমি মুগ্ধ। এই অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহস জোগায়।

Ad
Ad

রওনক জাহান একজন চিত্রশিল্পী ও কবি হিসেবে পরিচিত হলেও তাঁর শিল্পীসত্তা এখানেই সীমাবদ্ধ নয়। তিনি একজন কণ্ঠশিল্পী হিসেবেও সমানভাবে প্রশংসিত এবং তাঁর কণ্ঠে গান পেয়েছে আলাদা মাত্রা। পাশাপাশি বাংলাদেশ ও জাপানে তাঁর আঁকা শতাধিক চিত্রকর্ম শিল্পবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় রওনক জাহানের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেগুলো হলো- বইপত্র প্রকাশনা থেকে ‘আমি দূরবীন হাতে তোমারে ছুঁই’ এবং শিখা প্রকাশনী থেকে ‘একমুঠো কথাসমুদ্র’ ও ‘মেঘভাঙা তুমুল প্লাবনে’। নতুন বই ‘নজরবন্দী রাত’-এর মাধ্যমে রওনক জাহান তাঁর সাহিত্যযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন পাঠক ও সাহিত্য-অনুরাগীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
২৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৯:৫০








হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩



Follow Us