• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৬:২৬ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

১২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:১৯:১০

বদলগাছীতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

১২ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা।

মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবৎ সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া। জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে ঘর ভেঙে পরলে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সেই পূর্বের জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা সৃষ্টি করে। অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। পরিষদের চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে জমি মাপ করে উভয়পাশের জমির মালিককে ভাগ করে দেয়। এরপর তারা ভূমিহীন লাইলীকে উচ্ছেদ করে জমিটি দখলের চেষ্টা করেন। বৃদ্ধা লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।

এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩



বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:২৬


Follow Us