• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৬:১৫ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ৩ সাংবাদিককে বেধড়ক মারধর, কৃষকদল নেতা কারাগারে

৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৫

নারায়ণগঞ্জে ৩ সাংবাদিককে বেধড়ক মারধর, কৃষকদল নেতা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যাওয়া ৩ সাংবাদিককে বেধড়ক মারধর, ক্যামেরা ভাংচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাদাৎকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শাহাদাতকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তী ধার্য্য তারিখে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে।

Ad
Ad

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর জমি দখল করতে তাদের পরিবারকে ৩ দিন অবরুদ্ধ করে রেখেছিল কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাদাত ও তার অনুগামীরা। শাহাদাত হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতা-ই-রাব্বির বাবা।

বুধবার বিকেলে সংবাদ সংগ্রহে গেলে ভূমিদস্যু শাহাদাৎ ও তার বাহিনীর হামলায় গুরুত্বর আহত হয় জাগো নিউজের প্রতিনিধি মোঃ আকাশ, নিউজ নারাায়ণগঞ্জের ক্যামেরা ম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। ওই সময়ে তারা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে। পরে সাংবাদিকরা খবর পেয়ে অবরুদ্ধ ৩ সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যু শাহাদাৎকে আটক করে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় ভূমিদস্যু শাহাদাৎ ও শহীদের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের নাম উল্লেখ করে বাদি হয়ে মামলা দায়ের করেন সাংবাদিক আকাশ। বিকেলে গ্রেফতারকৃত শাহাদাৎকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

নারাায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, আদালত আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তী ধার্য্য তারিখে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩



বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:২৬


Follow Us