চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ওয়ারিশন সনদপত্র নিতে এসে পৌর নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের পর হামলার চেষ্টা চালানোর সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মেরাজুল ইসলাম (২১)। তিনি জেলা শহরের আজাইপুর ধানুরমোড় এলাকার এহসান আলীর ছেলে।


পৌরসভার কর্মকর্তারা জানান, দুপুরে মেরাজুল একাই এসে ওয়ারিশন সনদপত্র সংগ্রহ করে নিয়ে যান। কিন্তু বিকেলে আবার দলবল নিয়ে পৌরসভায় এসে নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের হুমকি দেন এবং বাইরে থাকা সহযোগীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন। পরে তিনি নির্বাহী কর্মকর্তার দপ্তরে ঢুকে হট্টগোল ও হামলার চেষ্টা চালালে পৌরসভার কর্মচারী ও নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় তার সঙ্গে আসা লোকজন পালিয়ে যায়।
ঘটনার সময় বিকেল সাড়ে ৩টার দিকে পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘একই দিনে দুইবার অফিসে হট্টগোল, বিশৃঙ্খলা ও মারধরের চেষ্টার ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দিলে তারা দ্রুত এসে অভিযুক্তকে আটক করে।’
তিনি আরও জানান, ‘মেরাজুল দুপুরে আবেদন করে বিকেলেই তার ওয়ারিশন সনদপত্র পেয়ে যান। তবুও তিনি এমন বিশৃঙ্খল আচরণ করেছেন।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘পৌরসভায় হট্টগোল ও হামলার চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available