সাভার প্রতিনিধি : ইটভাটা মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সাথে আলোচনার আশ্বাসে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক।
অবরোধ করে বিক্ষোভ করার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষোভকারীরা।

বেলা ১২ টার কিছু সময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।


অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, মহাসড়ক এখন ক্লিয়ার, বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলছি, তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের লোকজনও চলে আসবে।
এর আগে আজ সকাল ১০ টা নাগাদ অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাভার উপজেলা শাখার ব্যানারে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক
অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ইট ভাটা মালিক ও শ্রমিকরা।
এসময় অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলরত নাগরিকরা।
ইটভাটার মালিকরা এসময় বলেন, ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া রয়েছে, মাটি সংগ্রহ করা আছে, ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয়, আমরা আর চালাবো না।
তাঁরা আরও বলেন, গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন যারা বৈধ আছেন তারা থাকেন। গত বছরই যদি সাভারকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হতো তাহলে এবছর আমরা বিনিয়োগ করতাম না, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে।
ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাইনা, কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়াও আমাদের পক্ষে আদালত থেকে আমরা রায়ও নিয়ে এসেছি, সেটিও মানা হচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available