খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিক ও মালিকেরা।২১ ডিসেম্বর রোববার সকালে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করে বিক্ষোভ করে শ্রমিকরা। সড়ক অবরোধে বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল।এসময় বিক্ষোভকারীরা বলেন,”চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শত কোটি টাকার প্রকল্প ইটের অভাবে থমকে আছে।এসময় ইটভাটা মালিকেরা খাগড়াছড়িতে পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান।