গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত লাক্সমা গার্মেন্টস-এর শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল (কাঁদানোর গ্যাস) নিক্ষেপ করে।
পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় প্রায় ২০ জন শ্রমিক রক্তাক্ত ও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শ্রমিকদের অভিযোগ, "পেটের দায়ে বকেয়া বেতনের দাবিতে শান্তিপুর্ণ আন্দোলন করতে এলে পুলিশ তাদের ওপর অমানবিক হামলা চালায়।"
বিকেল গড়াতেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available