নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলীর উদ্যোগে অনুষ্ঠিত হলো কচুরিপানা অপসারণ কর্মসূচি। নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতির বিলের ওপর পাটুল–খাজুরিয়া সড়কে জমে থাকা কচুরিপানা পরিষ্কারে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

২৮ নভেম্বর শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী ইউনুস আলী।


অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর পাটুল থেকে খাজুরিয়া পর্যন্ত সড়কের ওপর ব্যাপক পরিমাণ কচুরিপানা জমে থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হালতির বিল একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায় পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। মানুষের এই দুর্ভোগ লাঘব ও সুষ্ঠু পরিবহন চলাচল নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।’
উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব মৃধার সভাপতিত্বে এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো. আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা সেক্রেটারি ডা. মো. ফজলুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আবু নওশাদ নোমানী, মো. আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available