লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পৌষের এই কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন যাত্রা। এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

২৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটির লংগদুতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র, কম্বল, জ্যাকেট, প্যান্টসহ নানাবিধ শীতবস্ত্র অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলে দেন জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ।


এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসাররা।
জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর লংগদু জোন। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available