• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৮ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৭:২১

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় আমলা জাহানারা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad

এবারের বৃত্তি পরীক্ষায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করা হয়।

Ad
Ad

পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় নির্ধারণ করা হয় ১ ঘণ্টা ৩০ মিনিট। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছিল ৮০ নম্বরের পরীক্ষা। তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়, যেখানে সময় নির্ধারিত ছিল ২ ঘণ্টা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে মোট শিক্ষার্থীর শতকরা ১৫ শতাংশকে বৃত্তির আওতায় আনা হবে। এ বৃত্তি প্রদান করা হবে তিনটি ক্যাটাগরিতে— ট্যালেন্টপুলে ৪ জন, প্রথম গ্রেডে ৫ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থীকে।

পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত তদারকি করা হয়। জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি এবং ভবিষ্যতে দেশ গঠনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।জিনিয়াস স্টাইপেন্ড একাডেমির এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা
২৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৬:২৪








Follow Us