নাহার মেমোরিয়াল স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়ার অন্যতম বিদ্যাপীঠ নাহার মেমোরিয়াল স্কুলের গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘নাহার মেমোরিয়াল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।২০ ডিসেম্বর শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের মানিকদিয়াস্থ স্কুল প্রাঙ্গণে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার মানোন্নয়নে এই বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সময় বদলায়, আদর্শ নয়—এই বিশ্বাস থেকেই নাহার মেমোরিয়াল স্কুল গত ২৫ বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।”অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।উল্লেখ্য, নাহার মেমোরিয়াল স্কুল দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।