• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫২ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৫

সংবাদ ছবি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়বারের মতো বৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে মোট প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিনটি বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।

পরীক্ষাকেন্দ্রে ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ।

শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত তদারকির ব্যবস্থা নেওয়া হয়। পুরো পরীক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সভাপতি ড. নার্গিস আফরোজ, কেন্দ্র সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব রেজা। এছাড়া হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ খিলাফত হোসেন এবং পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হামজা।

পরীক্ষাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট বিচারপতি জাস্টিস আবু জাফর সিদ্দিকী। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরীক্ষা শেষে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

সব মিলিয়ে সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তৃতীয় বারের মতো আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রায়গঞ্জে ৯ টি ভাটায় অভিযান ১৮ লাখ টাকা জরিমানা
২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:৩২




সংবাদ ছবি
চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
২৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:১৭







Follow Us