• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:০৬ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে দুই আসনে মনোনয়নপত্র দাখিল, আচরণবিধি মানার আহ্বান প্রশাসনের

২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৪:২৫

গাজীপুরে দুই আসনে মনোনয়নপত্র দাখিল, আচরণবিধি মানার আহ্বান প্রশাসনের

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দুইজন সংসদ সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দিনভর উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসকের কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

Ad

বিকেলে শ্রীপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গাজীপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

Ad
Ad

মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আগামী রাষ্ট্র হবে স্মার্ট ও মানবিক রাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে সমৃদ্ধ ও উন্নয়নশীল। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।” তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাবে।

অন্যদিকে, একই দিনে সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গাজীপুর–১ আসনে লেবার পার্টি মনোনীত প্রার্থী ইরাদ আহমেদ সিদ্দিকী তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আলম হোসেন সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। প্রার্থীদের সবাইকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।”

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৩:১২


Follow Us