• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:২৯:২৪ (30-Dec-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১১:৫৮

ফুলবাড়ীতে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ ডিসেম্বর সোমবার ফুলবাড়ী উপজেলার আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।

Ad
Ad

এতে সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি গুরুত্বপূর্ণ মানবিক ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থাকবে। এরই অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো
পোস্টাল ভোটের নিবন্ধন সময়সীমা বাড়লো
৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৪৪




রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা
রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা
৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৩১



রাঙামাটিতে চোলাই মদ বহনকারী পিকআপসহ আটক ১
রাঙামাটিতে চোলাই মদ বহনকারী পিকআপসহ আটক ১
৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৪:২০

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা
৩০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:৪১



Follow Us