• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে পৌষ ১৪৩২ ভোর ০৪:৪৮:০১ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

ছোট যমুনা নদী দূষণমুক্ত রাখার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের

৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪০:৪৯

ছোট যমুনা নদী দূষণমুক্ত রাখার আহ্বান নওগাঁর পুলিশ সুপারের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী রক্ষায় আবারও সচেতনতার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

Ad

৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নদী দূষণের বর্তমান চিত্র তুলে ধরেন।

Ad
Ad

পোস্টে পুলিশ সুপার উল্লেখ করেন, ছোট যমুনা নদীর এক পাড় তুলনামূলকভাবে ভালো অবস্থায় থাকলেও অপর পাড়ে নিয়মিত আবর্জনা, প্লাস্টিক বর্জ্য, খাবারের প্যাকেট ও মানববর্জ্য ফেলার কারণে নদীটি বিভিন্ন স্থানে মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে পিকনিক পার্টি থেকে ফেলা প্লাস্টিক ও খাবারের উচ্ছিষ্ট নদীর পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠছে।

তিনি আরও লেখেন, ছোট যমুনা নদী নওগাঁ শহরের অন্যতম প্রাণভোমরা এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ঐতিহাসিকভাবে এই নদীকে কেন্দ্র করেই একসময় নওগাঁ শহরের বিকাশ ঘটেছিল, কারণ নদীপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম।

নদী দূষণ রোধে ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। তিনি বলেন, খুব শিগগিরই ছোট যমুনা নদীকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, নওগাঁয় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদানের পরপরই ছোট যমুনা নদী রক্ষার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবার পোস্ট দিয়েছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম। ধারাবাহিক এসব বার্তায় তিনি নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

পোস্টের শেষাংশে নদীর দুই পাড়ের বাসিন্দাদের নদীতে গৃহস্থালি বর্জ্য ও প্লাস্টিক না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ছোট যমুনা নদী ভালো থাকলে নওগাঁ শহরও ভালো থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:৪৮


বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১


নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪:৫৫


মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১২


শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:৫৫


Follow Us