• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:১২ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪২:৫৮

মোল্লাহাটে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট-১ সংসদীয় আসনের মোল্লাহাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

Ad

২৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় মোল্লাহাট উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Ad
Ad

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু আনাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন শামীম, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম কবিরসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন বলেন, “একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত। আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।”

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “নির্বাচনের প্রতিটি ধাপ অত্যন্ত সংবেদনশীল। সামান্য ভুল বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে। তাই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত নির্দেশনা সতর্কতার সঙ্গে অনুসরণ করে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।”

তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, ধৈর্য ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

জানা গেছে, মোল্লাহাট উপজেলায় মোট ৪৯ জন প্রিসাইডিং অফিসার, ২৬২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৫২৪ জন পোলিং অফিসারকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণে ভোটকেন্দ্র পরিচালনা, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটার সহায়তা এবং নির্বাচন চলাকালীন করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচন কার্যক্রম আরও দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪৩

সারজিস আলমকে শোকজ
সারজিস আলমকে শোকজ
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:২৯

জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৩

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৮



Follow Us