• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:২৯ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:২৪

মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজি কান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

Ad

২৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী পরিবারটি।

Ad
Ad

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই গ্রামের আবুল কালাম প্রধান। তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আবুল কালাম প্রধান আরও জানান, অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা, বাড়ির দলিলপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেটসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে ছেয়ে যায়। আমার অসুস্থ বাবাকে কোনো রকমে ঘর থেকে বের করতে পেরেছি। এছাড়া আর কিছু বের করতে পারিনি। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, তিনি স্থানীয় একটি মসজিদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং মসজিদের ৫০ হাজার টাকা তার কাছে রক্ষিত ছিল, সেই টাকাও আগুনে পুড়ে গেছে।

আবুল কালাম প্রধান অভিযোগ করে বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেছি। তারা অনেক পরে ফোন রিসিভ করে এবং জানানোর ১ থেকে দেড় ঘণ্টা পর বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। ফায়ার সার্ভিসও আসতে অনেক দেরি করেছে। যদি সময় মতো আসত, তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা কম হতো।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে পুরো বসতঘর আগুনে পুড়ে ভূষণ্ডিত হয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গ্রামবাসীরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং তারা সকলের সহযোগিতা কামনা করেছে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে আমার প্রতিনিধি পাঠিয়েছি। সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
শ্রীপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪৩

সারজিস আলমকে শোকজ
সারজিস আলমকে শোকজ
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:২৯

জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনে বিএনপির পথসভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৩৩

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে কলেজ ছাত্র হত্যা, গ্রেফতার ৩
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৮



Follow Us