শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছে কৃষকদল।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।


নেতাকর্মীরা বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর লাকচতর, কাশিজুলি, ডেউডর ও গোলাঘাট এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। পরবর্তীতে কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজার, বেলদিয়া, মুড়ালিভিটা, মোড়লপাড়া, হিলুপাড়া ও বাপ্তাসহ বেশ কয়েকটি গ্রামে তারা নিবিড় প্রচারণা চালান। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
গণসংযোগ শেষে কাওরাইদ বাজারে আয়োজিত এক পথসভায় জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, "বিগত ১৭ বছর ধরে দেশের কৃষকেরা চরম অবহেলার শিকার। সার, বীজ ও সেচ খরচের লাগামহীন বৃদ্ধিতে কৃষক আজ দিশেহারা। তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।
এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠা করা।" তিনি আরও বলেন, "বিএনপি সবসময় কৃষকদের পাশে ছিল। অতীতে বিএনপির শাসনামলে কৃষকদের সহজ শর্তে ঋণ ও সার-বীজে ব্যাপক ভর্তুকি দেওয়া হয়েছিল। সেই সোনালী দিন ফিরিয়ে আনতে এবং ডা. বাচ্চুকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।"
গণসংযোগে শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক ডা. মুজাহিদুল কবীর, সদস্য সচিব হুমায়ূন কবীরসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available