লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক ইটভাটা শ্রমিককে অপহরণ চেষ্টার খবর পাওয়া গেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পরিবারের নারীসহ অন্তত ৫ জন সদস্য হামলাকারীদের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন।

২৮ জানুয়ারি বুধবার রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বর্তমানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।


আহতরা হলেন-জেসমিন (২২), সুমি বেগম (২৬), রিনা বেগম (২৪), আকবর হোসেন বাবুল (২০) এবং তাদের মা পিয়ারা বেগম (৫০)।
ভুক্তভোগী পরিবার জানায়, আহত আকবর হোসেন বাবুল রামগঞ্জের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে তিনি নিজ বাড়িতেই ছিলেন। বুধবার রাতে অপরিচিত নম্বর থেকে কল দিয়ে তাকে স্থানীয় একটি দোকানের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছামাত্রই স্থানীয় প্রভাবশালী ইউছুফ ও বাশারের নেতৃত্বে একদল লোক তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বাবুলের চিৎকার শুনে তার মা ও বোনেরা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্থানীয় খালেক, মালেক ও জিহাদের নেতৃত্বে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
একপর্যায়ে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এঘটনার পর থেকে অভিযুক্তরা আত্নগোপনে রয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, "৯৯৯ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available