- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৪৪:৫৫ (28-Dec-2025)
- - ৩৩° সে:
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ মানু মিয়া (৩০) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। ১৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক মানু মিয়া রংপুরের গঙ্গাচড়ার এমদাদুল হকের ছেলে। র্যাবের দাবি, মানু পেশাদার মাদক কারবারি।
শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি হানিফ পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশি করে হানিফ পরিবহনে যাত্রীবেশে থাকা মানুকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available