• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫১:০৩ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম

১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩১:২৬

আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে আবারও চেষ্টা করার কথা জানিয়েছেন।

Ad

১০ জানুয়ারি শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

Ad
Ad

পোস্টে মাহফুজ আলম বলেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ' ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।

তিনি বলেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।

মাহফুজ আলম বলেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।

আগ্রহীদের নিজেদের মতামত ও প্রশ্ন ই-মেইলের মাধ্যমে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি একটি ই-মেইল ঠিকানা দেন—nationalvision24@gmail.com।

পোস্টের শেষে ইংরেজিতে তিনি লেখেন, ‘উই নিড ফ্রেশ ব্লাড। উই নিড নিউ পিপল উইথ হায়ার আইডিয়ালস অ্যান্ড লং-টার্ম কমিটমেন্ট।’

পোস্টটি তিনি #জাস্টিস_ফর_শহীদ_ওসমান_হাদি’ হ্যাশট্যাগ দিয়ে শেষ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
মানিকগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:১২


টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৫
টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৫
১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৫৮








Follow Us