• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:২২:৪৮ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

২০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:২৩

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি-এর উদ্যোগে বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা ক্লাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিক্রয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের অংশ হিসেবে বিক্রয় টিমের সদস্যরা বিভিন্ন কর্মশালায় অংশ নেন।

সম্মেলনে বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন,
“রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

রূপায়ণ সিটির নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, “২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত সফল ছিল। বিক্রয় টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ২০২৬ সালে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

সম্মেলনের শেষে আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), সিইও (RH & RL) সাব্বির হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে বিএনপি: মাহদী আমিন
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১৭:০৫


দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৮:৩৯




Follow Us