• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:৫৬:২০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:৩৫:১৫

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের দ্বৈত ইভেন্টের অংশগ্রহণে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর ফাইনাল ম্যাচে ছাত্রদের মাঝে অনুষ্ঠিত খেলায় গণিত বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগ।

Ad
Ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Ad

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। তিনি শিক্ষার্থীদের মানবিক বিকাশে পড়ালেখার পাশাপাশি এ ধরণের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পড়ালেখা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।

বেরোবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রক্টর মো. শরিফুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. শাহীনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, বহিরাঙ্গন কার্যক্রম দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২