• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:৫৯ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

ওসমান হাদি হত্যা মামলা

৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:৪১

৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারির মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

Ad

২৮ ডিসেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

Ad
Ad

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদদকারীদের শনাক্তের জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ সম্ভব, তা আপনাদের সামনে তুলে ধরছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মামলা চলাকালীন এযাবৎ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধার করা আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতি দ্রুত এ হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পেছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানাসহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব ইনশাআল্লাহ। ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:০৩

কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার
কাউনিয়ায় খোকা হত্যা মামলার আসামি গ্রেফতার
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৫৫

বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু
বড়াইগ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৫৭




বীরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বীরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:৪৭


টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগ নেতার পদত্যাগ
টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগ নেতার পদত্যাগ
২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৪৬



Follow Us