• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩২ রাত ০৩:৪২:৫০ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ সদস্য দগ্ধ

২০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০৩:৩১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ এক দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য এসি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। ১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, পরিবারটি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ এসি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪০ শতাংশ, তার স্ত্রী ইবার ৮ শতাংশ, ছেলে তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের মূল বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
নারায়ণগেঞ্জ ৭০ বছর পর ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৯




সংবাদ ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৩