নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন নামে এক যুবক নিহত হয়েছেন।

১১ নভেম্বর বেলা ১১ টার দিকে কলেজের সামনে ফাঁকা এলাকায় ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়,কয়েকজন দুর্বৃত্ত ওই যুবককে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, ‘তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ। কি কারণে কারা তাকে হত্যা করল জানি না। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available