নিজস্ব প্রতিবেদক: মল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)- এর ২০২৬ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মিসবাহ উদ্দিন।
পাশাপাশি সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪৯ ভোট। তিনি একই সঙ্গে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।
২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষে রাত ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির ইসলাম (১নং) ও ইসলাম উদ্দিন তালুকদার (২নং)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল। সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা এবং অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জান্নাতুর রহমান।
দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান। নব নির্বাচিত নেতৃবৃন্দ এমআরইউকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available