স্পোর্টস ডেস্ক: চলমান বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান।

২২ ডিসেম্বর সোমবার মানুকা ওভালে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির টি–টোয়েন্টি রেকর্ড ভেঙে দেন তিনি।


ম্যাচে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে শাদাব খান চার ওভারে ২৪ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি।
শহিদ আফ্রিদি ক্যারিয়ারে ৩২৯টি টি–টোয়েন্টি ম্যাচে ৩৪৭টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে শাদাব খান এখন পর্যন্ত ৩২৫ ম্যাচে ৩৫১টি উইকেট সংগ্রহ করেছেন। তার ইকোনমি রেট ৭.৫৮।
বর্তমানে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি ৩৪৮ ম্যাচে ৪১৩টি উইকেট নিয়েছেন।
পাকিস্তানের বোলারদের টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট:
ওয়াহাব রিয়াজ – ৪১৩
মোহাম্মদ আমির – ৪০৯
সোহাইল তানভীর – ৩৮৯
ইমাদ ওয়াসিম – ৩৭৭
শাদাব খান – ৩৫১
শহিদ আফ্রিদি – ৩৪৭
শাদাব খানের এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই চলতি বিগ ব্যাশ লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পায় সিডনি থান্ডার। ম্যাচে তারা ব্রিসবেন হিটকে ৩৪ রানে পরাজিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available