• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:২১:৩৯ (28-Dec-2025)
  • - ৩৩° সে:

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

১৯ মার্চ ২০২৫ দুপুর ০১:১৯:৫৫

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

 আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাওন (২২) নামে এক প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১৮ মার্চ মঙ্গলবার দেশটির আজমান এলাকায় তেলের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমিরাতের ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

নিহত শাওন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো. আউয়াল মিয়ার দ্বিতীয় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দুই বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমায় শাওন। তিনি ও তার ভাই সৌরভ একই কোম্পানিতে কর্মরত ছিলেন। শাওন গত ২ মাস আগে ৪০ দিন ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরে যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে শাওনের মৃত্যুর খবর তার বড় ভাই সৌরভ পরিবারকে জানায়।

নিহত শাওনের বাবা মো. আওয়াল মিয়া বলেন, আমার ছেলে কর্মস্থলে জাহাজের তেলের ট্যাংকি পরিষ্কার করার সময় অক্সিজেনের সংকটে অচেতন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডা. তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শাওনের চাচা জাহাঙ্গীর মিয়া বলেন, সে আমার ভাতিজা হলেও আমার ছেলের চেয়ে কম নয়। তার এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।

এদিকে, এ সংবাদ পাওয়ার পর থেকে এলাকায় নেমে আসে শোকের ছায়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
হাদির খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:৩৩



বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
২৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:২৬


Follow Us