• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৫৭:৩৫ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

রোমানিয়ায় আক্রমণ হলে পূর্ণ সক্ষমতায় এগিয়ে আসার আশ্বাস ন্যাটোর

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৫:৪৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়া কোনো আক্রমণের শিকার হলে সম্পূর্ণ সামরিক সক্ষমতা দিয়ে দেশটির প্রতিরক্ষায় এগিয়ে আসার আশ্বাস দিয়েছে সামরিক জোট ন্যাটো।

Ad

৫ নভেম্বর বুধবার দেশটির প্রেসিডেন্ট নিকুসর ডানের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুটে।

Ad
Ad

তিনি বলেন, রোমানিয়া বা ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর আক্রমণ মানে পুরো জোটের ওপর আক্রমণ। এ ধরনের পরিস্থিতিতে শুধু 'ইস্টার্ন সেনট্রি' নয়, অংশ নেবে ন্যাটোর সব সদস্য দেশ ও তাদের সম্মিলিত সামরিক শক্তি। এফ-থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে ন্যাটোর বিমানবাহিনী ছাড়াও বুখারেস্টের পাশে থাকবে নৌবাহিনী ও স্থলবাহিনী- এমন আশ্বাস দেন রুটে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপের পূর্বাঞ্চলে অবস্থানরত কিছু সেনা সদস্যকে পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে রোমানিয়ার মিহাইল কোগাল-নিচেনু বিমানঘাঁটি থেকেও সরিয়ে নেয়া হচ্ছে কিছু সেনা। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই এ অবস্থান ন্যাটো মহাসচিবের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পাঁচ দাবিতে আট ইসলামি দলের পদযাত্রা আজ
৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫২:১১









Follow Us