আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরে অবৈধভাবে জ্বালানি বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। আজ ১৩ ডিসেম্বর শনিবার ভোরে ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য ছিলেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, ওমান সাগরের উপকূলে প্রায় ৬০ লাখ লিটার চোরাচালান করা ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়। ওই কর্মকর্তা বলেন, জাহাজটি অভিযানের সময় তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।


ইরানি বাহিনী নিয়মিতভাবেই উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটক করে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের মধ্যে তুলনামূলকভাবে কম হওয়ায় অন্যান্য দেশে পাচার করা অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।
এর আগেও গত মাসে উপসাগরীয় জলসীমায় অননুমোদিত কার্গো বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় দেশটির পক্ষ থেকে জানানো হয়, ওই অভিযান কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়।
সর্বশেষ এই ট্যাংকার জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এর দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহনে জড়িত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available