কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের আগানগরে ‘জাবালে নূর টাওয়ার’ নামে একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার আফতাব আহমেদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ভোর ৫টা ৩৭ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


পরে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী ও সিদ্দিক বাজার হেডকোয়ার্টার এই ছয়টি ফায়ার স্টেশনের ১২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় দুপুরের পর আরো তিনটি স্টেশনের আটটি ইউনিট আগুন নিমন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সর্বশেষ নয়টি স্টেশনের ২০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত মোট ৪৫ জনকে ফ্ল্যাট বাসা থেকে অক্ষত অবস্থায় সিড়ি দিয়ে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি আনসার ও উপজেলা প্রশাসন অবস্থান করছে।
জানা গেছে, অগ্নিদুর্ঘটনা কবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত। কিন্তু এগুলোর বেজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হয়েছে ফায়ার কর্মীদের।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বেজমেন্টে ঝুট কাপড় রয়েছে। ঝুটের মধ্যেই আগুন ধরেছে বা ঝুটের কারণে আগুন ছড়াতে পারে বলে ধারণা ওই ভবনের ব্যবসায়ীদের।
ভবনের পাঁচতলার বাসিন্দা আবির জানান, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই তারা টের পান। রুমে ধোঁয়া ঢুকতে থাকে। এর মধ্যেই আগুন আগুন বলে অন্যান্য ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পান। দরজা খুলে দেখেন, ওপর থেকে মানুষ নিচে নামছে। জাবালে নূর বিল্ডিংয়ে মোট পাঁচটি এক্সিট পয়েন্ট।
মার্কেট মালিকের বোন আয়েশা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায়, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানদের নিয়ে কোন রকমে ফ্ল্যাট বাসা থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেছে। কিন্তু তাদের মূল্যবান জিনিসপত্র টাকা-পয়সা কিছুই আনতে পারেনি।
আগানগর ইউনিয়ন বিএনপির নেতা ইমান উল্লাহ মাস্তান বলেন, খুব ভোরে মার্কেটে আগুন লেগেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটটিতে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য ও ঝুট কাপড় মজুদ ছিল। তবে এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হতে পারে। মার্কেটের নিচতলা দ্বিতীয় তলা এবং আন্ডারগ্রাউন্ডে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য, এক্সেসরিজ ও ঝুট কাপড় ভর্তি ছিল।
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
১৩ ডিসেম্বর শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বৈষম্য ছাড়াই বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেয় এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসতা থেকে রক্ষা করার ওপর জোর দেয়।
এ ছাড়া, সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available