• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৪:১২ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুর ডিসিকে লিগ্যাল নোটিশ

২৯ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫১:০১

সংবাদ ছবি

শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

তরী বাংলাদেশের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক গোলাম কিবরিয়া পক্ষে ২৮ আগস্ট বৃহস্পতিবার ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) এই নোটিশ প্রেরণ করেন। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Ad
Ad

নোটিশে বলা হয়েছে, পদ্মা নদী এখন বালু সন্ত্রাসীদের আবাসস্থলে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী অসংখ্য গ্রাম দিনরাত খননকারীদের গর্জনে কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদরাসা এবং শত শত বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

Ad

স্থানীয়রা জানিয়েছেন, ‘স্বর্ণ প্রাসাদ’ নামে পরিচিত এই বালু মহাল সশস্ত্র প্রহরীদের দ্বারা সুরক্ষিত। যারা প্রতিবাদ করছেন, তারাই হুমকির মুখে পড়ছেন। এ অবস্থা নদীতীর ভাঙন, জলজ জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রাকৃতিক নদীর প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে।

ক্রমবর্ধমান ভাঙন ও বন্যার ঝুঁকি স্থানীয় সম্প্রদায়, কৃষিজমি, বসতবাড়ি এবং অবকাঠামোর জন্য গুরুতর হুমকি তৈরি করছে। বালুমহাল ও মৃত্তিকা ব্যবস্থাপনা আইন, ২০১০, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সহ অন্যান্য আইনগত বিধান লঙ্ঘন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা অননুমোদিত বালু উত্তোলন নিষিদ্ধের নির্দেশাবলীও কার্যকর হচ্ছে না।

নোটিশে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন জরুরি ভিত্তিতে বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া বেআইনি কার্যকলাপে জড়িত ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

পুনরাবৃত্তি রোধে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি নিশ্চিত করতে হবে। বিদ্যমান পরিবেশ ও নদী সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। পাশাপাশি, পদ্মা নদীর ক্ষতিগ্রস্ত এলাকায় পরিবেশগত পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানানো হয়েছে।

ব্যারিস্টার সোলায়মান তুষার জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; বাংলাদেশ পরিবেশ আদালত আইন, ২০১০ এবং অন্যান্য প্রযোজ্য পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী এ নোটিশ প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই পদক্ষেপ নদীর পরিবেশ রক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬


Follow Us