• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই পৌষ ১৪৩২ ভোর ০৫:১৯:০৮ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

বাসস এমডিসহ ৩ জনের বিরুদ্ধে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা

২৩ মার্চ ২০২৫ বিকাল ০৫:০৪:১৪

বাসস এমডিসহ ৩ জনের বিরুদ্ধে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা

নিজস্ব প্রতেবদক: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগের মামলা দায়ের করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার।

Ad

২৩ মার্চ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

Ad
Ad

মামলায় অপর আসামিরা হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ। আসাদকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, ‘আমি ক্লিন একটা জীবনযাপন করেছি। আসামিরা আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে এরশাদের পক্ষে কবিতা লিখেছি। যেটা আদৌ আমার লেখা না। দেখলেই বোঝা যায়, এ ধরনের থার্ড ক্লাশ কবিতা আমি আদৌ লিখি না। সংক্ষুব্ধ হয়ে আদালতের কাছে এসেছি, মামলা করেছি। সম্মান রক্ষার্থে যে লসটা সামাজিকভাবে হয়েছে, এর বিচার চায়’।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন। আর সেটি কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন।

ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশের এক কবি কীভাবে বেগম খালেদা জিয়াকে অবমাননা করেছেন, তা পড়ে দেখার অনুরোধ জানাই। মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান’।

আসামি খাইরুল আলমও গত ১৬ জানুয়ারি তার ফেসবুক আইডি থেকে একই কবিতা পোস্ট করেন এবং লেখেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে লেখা কবিতাটি তিনি (আব্দুল হাই শিকদার) এরশাদকে উপহার দিয়েছিলেন। সাইফুল আলমকে সরিয়ে এখন তিনি যুগান্তর সম্পাদক। সাংবাদিকরাই কালে কালে শক্তিশালী হয়েছে, আবারও প্রমাণিত সত্য!

এরপর আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক থেকে পোস্ট করেন। তার পোস্টে তিনি লেখেন, ‘আমাদের জাতীয়তাবাদী প্রাণপ্রিয় কবি ও নেতা, বর্তমান যুগান্তর সম্পাদক জনাব আব্দুল হাই শিকদার ভাইয়ের লেখা কবিতাটি আমার মেসেঞ্জারে পেয়েছি। জাতীয়তাবাদী এক সহকর্মী এটি আমাকে দিয়েছেন। আমি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি পোস্ট করলাম। কবিতাটি স্বৈরাচার এরশাদকে দেওয়া হয়েছিল’।

এরপর তিনি কবিতার একই অংশ উল্লেখ করেন, যা খাইরুল আলমের পোস্টের সঙ্গে মিলে যায়।

অভিযোগে আরও বলা হয়, এসব তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব মনগড়া ও বিভ্রান্তিকর কবিতা এবং পোস্টের মাধ্যমে বাদীর সম্মানহানি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৮টি দল অংশ নিচ্ছে না সংসদ নির্বাচনে : ইসি
৮টি দল অংশ নিচ্ছে না সংসদ নির্বাচনে : ইসি
৩০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৪৫



বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
বিএনপি থেকে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:২৭




খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:১৩

পে-কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত
পে-কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত
৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৫১


Follow Us