• ঢাকা
  • |
  • বুধবার ২১শে কার্তিক ১৪৩২ সকাল ১০:৪৬:৩৮ (05-Nov-2025)
  • - ৩৩° সে:

নতুন তিন দলের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি

৫ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩২:৪০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাওয়া নতুন তিনটি রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। দাবি-আপত্তি শেষে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পেলে এই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করবে এই তিন দল।

Ad

৪ নভেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আম জনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং জাতীয় নাগরিক পার্টিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলসহ এর কারণ উল্লেখপূর্বক ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে, গতকাল ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us