• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ সকাল ০৯:৫৯:৪৬ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

খুব শিগগিরই উৎপাদনে ফিরছে ছাতক সিমেন্ট কোম্পানি: শিল্প উপদেষ্টা

৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৪

খুব শিগগিরই উৎপাদনে ফিরছে ছাতক সিমেন্ট কোম্পানি: শিল্প উপদেষ্টা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

Ad

৯ জানুয়ারি শুক্রবার দুপুর ১২টার দিকে ছাতক উপজেলার ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, প্রতিষ্ঠানের বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে আধুনিক ড্রাই প্রসেস পদ্ধতিতে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প উপদেষ্টা বলেন, শিল্প খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিল্পকারখানা পুনরুজ্জীবনে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার শিল্পোন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।’

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু নির্বাচন ও গণভোট নিশ্চিত করা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
১০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৩:৩৫




আজ থেকে আপিল নিষ্পত্তির শুনানি শুরু
আজ থেকে আপিল নিষ্পত্তির শুনানি শুরু
১০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:১৪





Follow Us