নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় প্রায় আধাঘণ্টাব্যাপী এই টেলিবৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনা (ট্রেড নেগোসিয়েশন) সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।


বৈঠকে ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান ট্রেড নেগোসিয়েশন নিয়ে তারেক রহমানের অবস্থান জানতে চান। জবাবে তারেক রহমান জানান, এ বিষয়ে সরকারের নেওয়া অবস্থানের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই। সরকার যেভাবে বাণিজ্য আলোচনা এগিয়ে নিচ্ছে, তাতে তাদের সম্মতি রয়েছে বলেও তিনি স্পষ্ট করেন।
বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বৈঠকের বিস্তারিত আলোচনা সম্পর্কে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে তারেক রহমানের কোনো সরকারি পদ নেই। সে কারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তার সরাসরি আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
টেলিবৈঠকে ইউএসটিআর দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হলেন—ব্রেন্ডা লিঞ্চ (অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ, সাউথ ও সেন্ট্রাল এশিয়া), এমিলি অ্যাশবি (ডিরেক্টর, সাউথ ও সেন্ট্রাল এশিয়া), রিক সুইৎজার (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ), স্যাম মুলোপুলোস (ইউএসটিআর চিফ অব স্টাফ) এবং ডি. আর. সেকিঞ্জার (ডেপুটি ইউএসটিআরের সিনিয়র পলিসি অ্যাডভাইজার)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available