• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আশ্বিন ১৪৩২ রাত ১০:৪৩:৪৫ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপি’র বিক্ষোভ

২৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:০৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। নিউইয়র্কে যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচিতে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন।

Ad
Ad

বিক্ষোভ সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, সরকার তাদের আমন্ত্রণে হওয়া একটি গুরুত্বপূর্ণ সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এনসিপি নেতারা হামলার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। তারা অভিযোগ করেন যে, আওয়ামী লীগ ধারাবাহিকভাবে দেশে ও বিদেশে এমন ধরনের ঘটনা ঘটিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি।

Ad

বিক্ষোভের কারণ হিসেবে তারা জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাদের পৌঁছানোর পর আওয়ামী লীগের একদল নেতাকর্মী আখতার ও জারার উদ্দেশে বিভিন্ন স্লোগান দেয় এবং একপর্যায়ে আখতারের গায়ে ডিম নিক্ষেপ করে। এই ঘটনার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ সমাবেশ।

এদিকে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা।

প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এবার পেছাল চাকসু নির্বাচন
২৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৬


সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৪
২৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯:২০




Follow Us