• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৪:২৭ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্বশুরের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪০:২৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : সাবেক নৌবাহিনী প্রধান, ডা. জুবাইদা রহমানের প্রয়াত বাবা ও নিজের শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad

২৭ ডিসেম্বর শনিবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তিনি শ্বশুরের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Ad
Ad

এর কিছুক্ষণ আগে, একই স্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান।

তার আগে, আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিজের ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আর আজ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও নিজের ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। 

সবশেষে শ্বশুরের কবর জিয়ারত করেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত
২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:২৬






Follow Us